নিজস্ব সংবাদদাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অকাল প্রয়াণে শোকাহত কর্মী সমর্থকরা। কয়েকদিন ধরেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি৷ বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও সোমেনবাবুর পরিবার সূত্রে খবর, বুধবার গভীর রাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীণ এই কংগ্রেস নেতা। তাঁর মৃত্যুতে কংগ্রেস রাজনীতির এক অধ্যায়ের শেষ হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার সকালে শান্তিপুর কাশ্যপ পাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমেন মিত্রের ছবিতে মাল্যদান করেন শান্তিপুর যুব কংগ্রেস নেতৃত্ব।
শান্তিপুর মুসলিম স্কুল সংলগ্ন এলাকায় শান্তিপুর শহর কংগ্রেস প্রচার কমিটির পক্ষ থেকে সোমেন মিত্রের ছবিতে মাল্যদান করেন। প্রচার কমিটির চেয়ারম্যান মথুরা কর্মকার ও শান্তিপুর শহর কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। জাতীয় কংগ্রেসের পতাকা এদিন অর্ধনমিত রাখা হয় শান্তিপুর জুড়ে।
অন্যদিকে, মালদহ শহরের রথবাড়ি এলাকায় শ্রমিক সংগঠন কার্যালয়ে এদিন সকালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে তার আত্মার শান্তি কামনা করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভাপতি লক্ষ্মী গুহ, সহ-সভাপতি নিজামুদ্দিন আহমেদ, টাউন কংগ্রেস সভাপতি সন্তোষ কেশরী, যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রবিদাস সহ অন্যান্য।
অপরদিকে, ঝাড়গ্রাম শহরের জেলা কংগ্রেসের কার্যালয় পণ্য বীথির মোড়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা নিখিল মাইতি, কালিপদ মাইতি, যজ্ঞেশ্বর হেমব্রম ও দলীয় কর্মীরা।
একই সঙ্গে তাঁর মৃত্যুতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কংগ্রেসের নেতা ও কর্মীরা ঘাটাল শহরে কংগ্রেসের কার্যালয় সোমেন মিত্রের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। একইভাবে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে কংগ্রেসের নেতাকর্মীরা দলের প্রয়াত সভাপতিকে শ্রদ্ধা নিবেদন করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত সোমেন মিত্রকে শ্রদ্ধা জানানো হয়।
মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মির বাজারে রক্তদান শিবিরে তার ছবিতে ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা৷ সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমেন মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।