এবারের কোপা আমেরিকায় (Copa America) দারুণ সময় কাটাচ্ছে ভেনেজুয়েলা। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছিল ইকুয়েডরকে। বৃহস্পতিবার সকালে ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে। ১৯৮২ সালের পর এই প্রথম মেক্সিকোকে হারালো ভেনেজুয়েলা। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে এখনও শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো তারা।
ক্যালিফোর্নিয়ার ইংলেউড স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই মেক্সিকোর আনতুনার শট রুখে দেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো। এই রোমোই ভেনেজুয়েলার জয়ের অন্যতম নায়ক। ম্যাচের ৫৫ মিনিটে কুইনোনেস ডি-বক্সের ভেতর ফাউল করেন সালেমন রনডনকে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন রনডন। ৪২ গোল নিয়ে ভেনেজুয়েলার সর্বোচ্চ গোলদাতা এই রনডন।
৮৩ মিনিটে বক্সের মধ্যে ভেনেজুয়েলার মিগুয়েল বলে হাত লাগালে পেনাল্টি পায় মেক্সিকো। ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি তিন মিনিট পর। ৮৭ মিনিটে স্পট কিক নেন মেক্সিকোর ওরবেলিন পিনেদা। কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোমো।
গ্রুপের অপর ম্যাচে ইকুয়েডর ৩-১ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। এই হারে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো জ্যামাইকার। গ্রুপে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। আগামী রবিবার মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের ফলাফলে নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কারা যাবে কোয়ার্টারে।