কোপা আমেরিকার (Copa America) ফাইনাল থেকে এক ম্যাচ দূরত্বে আর্জেন্টিনা। সেমি ফাইনালে কানাডাকে হারালেই টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত হবে তাদের। আগামী ১০ জুলাই কানাডার মুখোমুখি হবে দলটি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায়। এর আগে দল নিয়ে দোটানায় পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
আর্জেন্টিনা একাদশে পরিবর্তন আনার কথা ভাবছেন স্কালোনি। কাকে রেখে কাকে খেলাবেন, সেটিই বড় দুশ্চিন্তার বিষয়। বলা চলে, মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টিনা কোচ। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
সেমিতে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে একসঙ্গে শুরুর একাদশে দেখা যেতে পারে। যদিও, আর্জেন্টিনার কোচিং প্যানেল প্রথমে তাদের একসঙ্গে না নামানোর চিন্তা করেছিলেন। ডি মারিয়া ফিরলে শুরুর একাদশে জায়গা হারাবেন নিকোলাস গঞ্জালেস।
গোলরক্ষক ও রক্ষণভাগে কোনো পরিবর্তন আনবে না আর্জেন্টিনা। রক্ষণে মার্কাস অ্যাকুনা শুরু করার একটি সম্ভাবনা থাকলেও তিনি চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। মাঝমাঠে রদ্রিগো ডি পলের সঙ্গে থাকছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে, এনজো ফার্নান্দেজের পরিবর্তে কাকে খেলাবেন স্কালোনি সেটি দেখার বিষয়। আক্রমণভাবে যথারীতি থাকছেন লাওতারো মার্টিনেজ। কোপার চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ চার গোল করেছেন তিনি।
কোপা আমেরিকার (Copa America) বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল কানাডার। সেদিন জয় নিয়েই মাঠ ছাড়েন মেসি-মার্টিনেজরা।
এদিকে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামার আগে অন্তত রেফারির দিক থেকে চাপমুক্ত বলা যেতে পারে আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তেদের শেষ যে দুটি ম্যাচে মাসা মাঠে ছিলেন, দুটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। এর একটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১-০ ব্যবধানে। আর শেষ ম্যাচটি তো আর্জেন্টিনাকে সেরাদের সেরা বানিয়েছে। বিশ্বকাপ জয়ের পর ইউরোজয়ী ইতালির বিরুদ্ধে ফিনালিসিমার ফাইনালে ৩-০ গোলের জয় পান মেসি-ডি মারিয়ারা।
যদিও, কে রেফারি তার চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের (Copa America) পারফরম্যান্স। রেফারি তার কাজ করে যাবেন। ফুটবলারদের খেলতে হবে নিজেদের সহজাত খেলা। সেমির আগে আর্জেন্টিনাকে রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছে প্রতিপক্ষ কানাডা। কানাডা কোচ হেসে মার্শ বলেন, ‘আমরা ইতিবাচক থাকব। আক্রমণাত্মক থাকব। আমরা জড়সড় হয়ে শুধু রক্ষণ সামলানোর চেষ্টা করব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব এবং তারপর দেখব এটা (জয়ের ধারা) ধরে রাখতে পারি কি না।’