কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে এখনও আশঙ্কা রয়ে গিয়েছে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মন্তব্য, চূড়ান্ত দল নির্বাচনের আগপর্যন্ত মেসির ফিটনেস নিয়ে অপেক্ষা করা হবে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত শনিবার পেরুর বিপক্ষে গ্রুপে পর্বে ২-০ গোল ব্যবধানে জয়ের ম্যাচে খেলতে পারেননি মেসি। বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনেও ছিলেন না তিনি।
অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘আমরা কিছুক্ষণ অপেক্ষা করে সিদ্ধান্ত জানাবো। এখনও একদিন সময় বাকি আছে, যা আমাদের জন্য সুখবর। অনুশীলনের ওপর নির্ভর করেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়।’
এর আগে, নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় পেরুর বিপক্ষে ৯টি পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন স্ক্যালোনি। এতে বেঞ্চের খেলোয়াড়দেরও পরখ করে দেখার সুযোগ হয়। ইকুয়েডরের বিপক্ষে মেসি যদি শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে উঠতে না পারেন, তবে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ আর লাওতারো মার্তিনেজ, দুজনকেই রাখবেন স্ক্যালোনি। তিন ম্যাচে ৪ গোল করে এখনও কোপার শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন লাওতারো। পেরুর বিপক্ষে জোড়া গোল করেন এই তরুণ।
এদিকে কানাডার বিপক্ষে গোল পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গোলবঞ্চিত ছিলেন আলভারেজ। তাই ইকুয়েডরের বিপক্ষে কাকে খেলাবেন, তা নিয়ে বেশ চিন্তায় স্ক্যালোনি। অন্যদিকে চোট থেকে সেরে উঠেছেন মার্কোস অ্যাকুনা। ত্যাগলিয়াফিকোর বদলে এই লেফট ব্যাককেই শুরুর একাদশে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশঃ
আর্জেন্টিনা (৪-৩-৩): এমিলিয়ানো; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, ত্যাগলিয়াফিকো/অ্যাকুনা; ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার; ডি মারিয়া, মেসি, আলভারেজ।
ইকুয়েডর (৪-২-৩-১): ডোমিঙ্গুয়েজ; প্রেসিয়াদো, টরেস, পাচো, হিঙ্কাপি; ফ্রাঙ্কো, কাইসেডো; ইয়েবোয়াহ, পেইজ, সারমিয়েন্তো; ভ্যালেন্সিয়া