Homeখেলার খবরCopa America: চিলিকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ, কোয়ার্টার ফাইনালে মেসিরা

Copa America: চিলিকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ, কোয়ার্টার ফাইনালে মেসিরা

Published on

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ২০১৬ কোপা আমেরিকার (Copa America) ফাইনালে এই মাঠেই চিলির বিরুদ্ধে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষে আচমকাই অবসরের ঘোষণা করেন লিওনেল মেসি। যদিও পরবর্তীতে অবসর ভেঙে ফিরে নিজের কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবার সেই স্টেডিয়ামেই চিলিয়ে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। পাশাপাশি নিশ্চিত করল নকআউট পর্ব।

বুধবার গ্রুপ ‘এ’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চিলি ও আর্জেন্টিনা। ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে স্বস্তির জয়ের পর এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৪-৪-২ ফরমেশনে মাঠে নামে মেসিরা। বল দখলে আধিপত্য ধরে রাখলেও শুরুতে সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। তবে, বাঁ দিকে দিয়ে নিকো গঞ্জালেজের বাড়ানো বলে শট করলেও চিলির গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। ডানদিকে লাফিয়ে দলকে বাঁচান ব্রাভো।

এরপর ২৬তম মিনিটে ফের একবার ডি-বক্সের বাইরে থেকে ডি পল গড়ানো শট করলেও তা গোলের জন্য যথেষ্ঠ ছিল না। ৩০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। তবে, এবার তার হেড ফাঁকি দিতে পারেনি ব্রাভোকে। ম্যাচের ৩৫তম মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। এযাত্রায়ও হতাশ হতে হয় সমর্থকদের। এরপর ৩৭তম মিনিটে বড় ভুল করতে বসেছিল চিলি। মলিনার ক্রস থেকে দলকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে চিলির রক্ষণভাগ। বাকি সময়ে আর তেমন কোনও আক্রমণ না হওয়ায় খালি হাতেই বিরতিতে যেতে হয় দু’দলকে। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের ৬১তম মিনিটে গোলের আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বাঁ প্রান্ত দিয়ে নিকো গঞ্জালেজের বাঁ পায়ের জোরালো শট ব্রাভোর হাতে লেগে গোলপোস্টে লাগলে হতাশ হতে হয় সমর্থকদের।

৭২তম মিনিটে সুযোগ পেয়েছিল চিলিও। তবে তাদের সেই চেষ্টা সফল হতে দেননি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ৭৫তম মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি। তার দক্ষতার সঙ্গে পেরে ওঠেনি চিলির আক্রমণভাগ। একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচের ৮৭তম মিনিটে মেসির কর্ণার থেকে কাঙ্খিত সেই গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। যদিও অতিরিক্ত সময়ে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মার্টিনেজ। তবে, হাস্যকর ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

Latest News

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

More like this

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

Calcutta High Court: বয়স কোনও বাধাই নয়! টেস্ট টিউব বেবির অনুমতি মিলল হাইকোর্টে

বয়স ষাট ছুঁই ছুঁই করছে। এই বয়সে সন্তান নিতে চান কাশীপুরের দম্পতি। কিন্তু পথের...