Copa America: ন্যায্য পেনাল্টি পায়নি ব্রাজিল, মেনে নিল কনমেবল

কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করে কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালে উঠেছে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গত বৃহস্পতিবার ড্র হওয়া ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা একটি ফাউল নিয়ে বিতর্ক চলছে। ব্রাজিলের দাবি ছিল, বক্সের ভেতর ভিনিকে ফাউল করলেও পেনাল্টি দেননি রেফারি। অবশেষে এ বিষয়ে রেফারির ভুল মেনে নিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করার সেই মুহূর্ত। ছবি: সংগৃহীত

ম্যাচের ৪২তম মিনিটে ডি বক্সের ভেতর ভিনিকে ফাউল করে বসেন দানিয়েল মুনজ। ব্রাজিলের দাবির মুখে ভিএআরে দুই মিনিট সময় নিয়ে দেখার পরও শেষ পর্যন্ত ভিডিও রেফারি জানান, বল ক্লিয়ারের উদ্দেশে পা বাড়িয়েছিল মুনজ এবং তাতে তিনি সফল হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধের (Copa America) অতিরিক্ত সময়ে সেই মুনজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।

Brazil show fight against Colombia, but will that cost them later in the  Copa? - Nigeriasoccernet News

গত বুধবার প্রকাশিত একটি ভিডিওতে কনমেবল বলেছে, “ভিনিকে ফেলে দেয়ার আগে মুনজ বল স্পর্শ করেননি। রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। একটা ভুল হয়ে গেল।”

Colombia hold Brazil, top of Group D at Copa America – Contantcraving

আলোচিত এই ঘটনার সময় ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ওই পেনাল্টি পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে যেতে পারত বলে মনে করছেন অনেকে। আগামী রবিবার উরুগুয়ের বিরুদ্ধে শেষ আটে (Copa America) মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায়। পরপর দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র।