নিউজ ডেস্ক,খবরএইসময়ঃ আজ রাজ্যে আরও কিছুটা কমলো করোনার দৈনিক সংক্রমণ। বুধবারের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,১৮৭। তবে এদিনও বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। ফলে কিছুটা কমেছে সুস্থতার হারও।
তবে রাজ্যে করোনা সংক্রমণে প্রায় সহাবস্থানে উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। উত্তর ২৪ পরগনায় ৪৩৫ জন ও পূর্ব মেদিনীপুরে ৪৩২ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। কলকাতায় খোঁজ মিলেছে ৩৭৭ জন করোনা রোগীর। এছাড়া জলপাইগুড়িতে ২৩৪ জন ও হাওড়ায় ২০২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। বাকি জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা ২০০-র নীচে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪.৭১ লক্ষ।
রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। কলকাতায় ১৩ ও উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নদিয়া ও দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,১১৮।
রাজ্যে মোট সুস্থ হয়েছেন ২,০১২ জন। এদিন রাজ্যে অ্যাক্টিভ কেস বেড়েছে ১,১০৬টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ২১,১৫২। রাজ্যে প্রায় ৬২ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৪ শতাংশ। সংক্রমণের হার কমে হয়েছে ৫.১৪ শতাংশ।