আল হিলালের বাধা যেন টপকাতেই পারছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আল নাসর। সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই হাতছাড়া হয়েছে খেতাব। এবার কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে ট্রফি থেকে বঞ্চিত থাকল আল নাসর।
ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১–১ গোলে ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে বাজিমাত করে আল হিলাল। তবে ফাইনালে হার-জিত ছাপিয়ে গেছে রোনাল্ডোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।
সৌদি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। প্রথম থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেয় আল নাসর। তবে ৭ মিনিটের মাথায় আল হিলাল তারকা আলেক্সান্দার মিত্রোভিচ গোল করে বসলে ধাক্কা খায় রোনালদোর দল। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় আল নাসর।
Cristiano Ronaldo was in tears after Al Nassr lost in the King Cup final. 😔
I’ve never seen him crying like this before💔💔💔#Ronaldo Cristiano Ronaldo
— Daily Tweets✨♥️ (@embrrrrrrrrr) May 31, 2024
বিরতির আগে রোনাল্ডোকে নিরাশ করেন আল হিলাল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে দলটির জন্য পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচের ৫৬ মিনিটে। লাল কার্ড দেখে গোলকিপার ডেভিড ওসপিনা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ১০ জনের দল নিয়ে আল নাসর চেষ্টা করছিল লড়াই চালিয়ে যাওয়ার। একসময় যখন মনে হচ্ছিল ম্যাচ থেকে বোধহয় আল নাসর ছিটকেই পড়ছে, তখনই দেখা মিলেছে চমকের। ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে।
খেলোয়াড় সংখ্যায় সমতায় ফেরার এক মিনিট পর গোলেও সমতায় ফেরে আল নাসর। দলটির হয়ে গোল করেন আয়মান ইয়াহিয়ার। ৯০ মিনিটে কালিদু কুলিবালিও লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিট ৯ জন নিয়েই খেলতে হয় আল হিলালকে। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি রোনালদোরা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ পর্যন্ত বাজিমাত করে আল হিলাল।
✋🏽😜🤚🏽 …. Enquanto isso vamos somando +1 🏆🥇
Parabéns pelo ano incrível time, vocês foram demais e hoje se superaram mais uma vez!
Obrigado pelos títulos esse ano 3️⃣ próxima temporada deixa comigo 😜
LETS GO HILALI @Alhilal_FC
This year Saudi is BLUE 💙🤍 pic.twitter.com/u890zl2raH— Neymar Jr (@neymarjr) May 31, 2024
ম্যাচে ১২০ মিনিট মাঠে থেকেও ম্যাচে কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনাল্ড। ফাইনালে হারের পর গোপন করতে পারেননি নিজের হতাশাও। মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে। আর রোনাল্ডর কান্নার বিপরীতে আল হিলালের খেতাব জয়ের উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতেছেন নেইমার। একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এ বছরের ট্রফির জন্য ধন্যবাদ।’