নিউজ ডেস্ক: ক্যাফেতে ভিড় জমানোর জন্য দেশের সীমান্ত পার করে ফেলছেন ফরাসি নাগরিকরা!
দেশজোড়া কঠোর লকডাউনের হাত থেকে খানিক স্বস্তি পেতে স্পেনের মাদ্রিদে পৌঁছচ্ছেন তাঁরা। কারণ সেখানে বার-রেস্তোরাঁ খোলা, লোকজন রাত ১০টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারছে। করোনার তাণ্ডবের মধ্যেই চলছে এ সব। সেই কারণে সীমান্ত পেরিয়ে নিজেদের দেশ থেকে পাশের দেশে পৌঁছে যাচ্ছেন ফরাসিরা।
মাস্ক পরা এবং দূরত্ব-বিধি বজায় রাখা বাধ্যতামূলক হলেও মাদ্রিদের কনজারভেটিভ আঞ্চলিক সরকার অন্যতম শিথিল কার্ফু জারি করেছে সেখানে। জাতীয় স্তরে অ-জরুরি পরিষেবার সঙ্গে জড়িত দোকানপাট বন্ধের সুপারিশ করা হলেও তা মানতে চায়নি তারা।
অন্যদিকে ফ্রান্সে বার-রেস্তোরাঁ থেকে শুরু করে সংস্কৃতির সঙ্গে জড়িত সব কেন্দ্র বন্ধ। সন্ধ্যা ৬টা থেকে কঠোর কার্ফু জারি হচ্ছে। তাই একটু মুক্ত বাতাসের সন্ধানে দেশের দক্ষিণ প্রান্তের এই প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছচ্ছেন ফ্রান্সের বাসিন্দাদের অনেকে।
ফ্রান্স এবং স্পেন, দু’দেশেই এখন করোনার তৃতীয় ওয়েভ চলছে। রোজই বহু মানুষ আখ্রান্ত হচ্ছেন, মৃত্যুও হচ্ছে। কিন্তু পর্যটন বন্ধ হয়ে গেলে তাঁরা খাবেন কী? সে কারণে সরকার শিথিল হতেই তাঁরাও রেস্তোরাঁ খুলেছেন বলে জানালেন লুসিও বার্জোস সেসপেদেস। মাদ্রিদের সান্তা অ্যানা স্কোয়ারে তাঁর রেস্তোরাঁ আছে।