অশান্তির জেরে অভিযুক্ত শিবুর স্ত্রী ছেলে তাপসের হাত ধরে চলে আসে তাদের বাড়িতে। যার জেরে বেশ কিছুদিন ধরে খুনের হুমকি(Death for triangular Love) দিচ্ছিল শিবু অভিযোগ মৃত তাপসের মা লক্ষী সাহার।ঘটনা বরানগর নিরঞ্জন সেন নগরের
পল্লব হাজরা , বরানগর: স্ত্রী কে ফোন করে বাঁচার আর্তি তবে শেষ রক্ষা আর হল না। রবিবার গভীর রাতে বেলঘড়িয়া সিসিআর ব্রিজের কাছে উদ্ধার হয় পেশায় চালক বছর ২৮ এর যুবক তাপস সাহার দেহ (Death for triangular Love)
মৃত যুবকের মা লক্ষ্মী সাহা অভিযোগ করেন সংসারে অশান্তির জেরে অভিযুক্ত শিবুর স্ত্রী ছেলে তাপসের হাত ধরে চলে আসে তাদের বাড়িতে। যার জেরে বেশ কিছুদিন ধরে খুনের হুমকি দিচ্ছিল শিবু। শনিবার রাতে তাপস বরানগর নিরঞ্জন সেননগর বাড়িতে ফেরার সময় ফোন করে জানান শিবুর দলবল তার উপর চড়াও হয়েছে। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি ছেলের সাথে। এর আগেও একাধিক বার শিবু খুনের হুমকি (Death for triangular Love) দেয় বলেও অভিযোগ।
স্ত্রী রিয়া সাহা জানান, শনিবার বিধাননগর থেকে কাজ সেরে ট্রেনে ফিরছিল তাপস। বেলঘড়িয়া স্টেশনে নেমে বাড়ি ফেরার সময় পথে ঘেরাও করে শিবুর দলবল। রাত ১০ পর থেকে আর যোগাযোগ করা যায়নি। পরে খবর আসে ট্রেন লাইনের ধারে উদ্ধার হয়েছে স্বামীর দেহ(Death for triangular Love)। তাপসের মুখ ও বুকে রয়েছে আঘাতের চিহ্ন।
ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর নিরাঞ্জন সেন নগর অঞ্চলে। মৃত যুবকের পরিবার চায় শিবুর দৃষ্টান্তমূলক শাস্তি । ঘটনায় পলাতক শিবু। কি কারনে এই মৃত্যু তা ক্ষতিয়ে দেখছে বেলঘড়িয়ার ও বরানগর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে দেহ(Death for triangular Love)। ময়নাতদন্তর পর বিষয়টা আরো স্পষ্ট হবে তদন্তকারীদের কাছে।