দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Elections) আর মাত্র কয়েক মাস বাকি। এমন পরিস্থিতিতে নেতা-মন্ত্রীদের তরফেও অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর রবিবার অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে বলেছেন যে আপের আহ্বায়ক দিল্লি লুটপাটের কাজ করেছেন। দিল্লির মানুষ কেজরিওয়ালের হাত থেকে মুক্তি চায়। দিল্লিতে বসবাসকারী হিমাচলীরাও বিজেপিকে জিতিয়ে দেবে।
#WATCH | Delhi: BJP MP Anurag Thakur says, “…AAP has looted the people of Delhi…The people from Himachal Pradesh will also play a big role in forming the BJP government in Delhi…AAP is unable to provide good education, good roads. The central government is spending… pic.twitter.com/3x8Wyvy4vk
— ANI (@ANI) January 5, 2025
দিল্লির মানুষ বিজেপিকে জেতানোর মনস্থির করে ফেলেছে। একজন বিজেপি কর্মী দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Assembly Elections) হবেন। কেজরিওয়াল দুর্নীতির প্রতীক হয়ে উঠেছেন। তাদের সব নেতা কারাগারে রয়েছে। দিল্লির জন্য বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির আর কোনও মুখ নেই।
রোহিঙ্গা মুসলমানদের নিয়ে কী বলেন অনুরাগ ঠাকুর?
অনুরাগ ঠাকুর বলেন, ভোটব্যাঙ্কের (Delhi Assembly Elections) রাজনীতির জন্য অরবিন্দ কেজরিওয়াল রোহিঙ্গাদের সমর্থন করছেন। তাঁদের ভোট কেটে দিলে কেজরিওয়ালের ক্ষতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে রোহিঙ্গা মুসলমানদের বসতি স্থাপন করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশী মুসলমানদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও কেজরিওয়াল তুষ্টির রাজনীতি করছেন। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করছেন কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির বিরুদ্ধে কেজরিয়ালের তোপ
দিল্লির (Delhi Assembly Elections) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির মানুষ বিজেপি ও কেন্দ্রীয় সরকারের উপর খুব রেগে আছেন। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মানুষকে অপমান করছেন। জনগণ নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। মানুষ অভিযোগ করে যে প্রধানমন্ত্রী মোদী প্রতি পাঁচ বছর অন্তর মিথ্যা বলতে আসেন। তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা পালন করে না।