খবরএইসময়য়,নিউজ ডেস্কঃ রোহতকের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬! ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দাবি, হরিয়ানার রোহতক এই ভূমিকম্পের উপকেন্দ্র।বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখে গিয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গার আবাসিকদের।
জানা গিয়েছে, দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিমি দূরে অবস্থিত রোহতকে শুক্রবার রাত ৯টা ৮মিনিটে অনুভূত হয় এই কম্পন। এই গভীরতা ছিল মাটি থেকে ৩.৩ কিমি পর্যন্ত। । এর আগে ১৫ মে উত্তর পশ্চিম দিল্লিতে ২.২ রিখটার স্কেলের তীব্রতায় একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। তার আগে দশই মে ৩.৪ তীব্রতার কম্পন হয়েছিল উত্তর পূর্ব দিল্লির ওয়াজিরপুরে। সেখানেই ৩.৫ ও ২.৭ তীব্রতার ভূমিকম্প হয় এপ্রিলের ১২ ও ১৩ তারিখে।