রাজধানী দিল্লীর ছোঁয়া এবার বাঁকুড়াতেও! ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো বাঁকুড়া। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হতচকিত অনেকেই। দীর্ঘ জীবনে এই ধরণের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই অনেকে জানিয়েছেন.
সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই, তাবলে এই বসন্তেও! এই ঘটনায় অবাক প্রাতঃভ্রমণকারীরাও। তাঁদের একাংশের দাবি, এই ঘটনার পিছনে পরিবেশ দূষণই দায়ি। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিলনা একেবারেই। প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই পরিবেশ রক্ষায় আরও বেশী সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই তারা জানিয়েছেন।