বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা ( Derailed)। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত (Derails) দু’টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি পার্সেল ট্রেন ( Derailed)। এই ধাক্কার ফলে দুই ট্রেনের মোট তিনটি বগি লাইনচ্যুত (Derails) হয়ে যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসটি রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। সিগন্যাল না পাওয়ায় ট্রেনটি লাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময়, সিগন্যাল মিস করে পিছন থেকে একটি পার্সেল ট্রেন এসে তিরুপতি এক্সপ্রেসকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পার্সেল ট্রেনের একটি বগি এবং তিরুপতি এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্মী ও আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়, আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে, কারণ ট্রেনগুলি খালি ছিল। তবে দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
রেলের ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলিকে পুনরায় লাইনে তোলার কাজ শুরু করেছেন।