আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা রাজপথ যেন পরিণত হয়েছে অঘোষিত শ্মশানে। দু-সপ্তাহ পর ঈদ তার মধ্যে অগ্নিতে ভস্মিভূত ঢাকার বঙ্গ বাজারের প্রায় ৫০০০দোকান। রমজান মাসে ব্যবসায়ীদের মধ্যে থাকে তুমুল ব্যস্ততা। এইসময় ব্যবসায়ীরা বেচাকেনার মধ্যে দিয়ে লাভের আশায় বুক বাঁধে। দোকানে মজুত থাকে প্রচুর পণ্য। সবই যেন আজ পুড়ে ছাই।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটে আগুনের শিখা লক্ষ্য করেন স্থানীয় মানুষ। আগুনের তীব্রতায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা অঞ্চল। পাশাপাশি দোকান থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বঙ্গবাজার সহ পার্শ্ববর্তী অঞ্চল।
ঘটনাস্থলে ছুটে আসে দমকল সহ পুলিশ। প্রথম পর্যায়ে দমকলের ৫০টি ইঞ্জিন আসলে আগুনের গুরুত্ব বুঝে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। আগুন বাগে আনতে হাত লাগায় বাংলাদেশ সেনা বাহিনী। ল্যাডার সহ হেলিকপ্টারের সহযোগিতায় আকাশ পথে চলে জল দেওয়ার কাজ।বাতাসের বেগ থাকায় আগুন নেভাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস(Bangladesh Fire service) কর্মীদের। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পরেন ২০জন দমকল কর্মী। আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। হতাহতের খবর না থাকলেও আর্থিক ক্ষতির সংখ্যা প্রচুর ।টিনের তৈরি দোকানে কাপড় সহ দাহ্য পদার্থ থাকায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। দোকানে বিপুল পরিমাণে ব্যবসার দ্রব্য মজুত থাকায় সব পুড়ে ছাই হয়ে যায়।সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছে অসহায় ব্যবসায়ীরা।
ঘটনার উপর নজর রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, ৫ তদন্তের দল গঠন করে চলবে তদন্ত প্রক্রিয়া। দুপুর ১২টা বেজে ৩০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি আগুন নেভেনি।