খবর এইসময় ডেস্কঃ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করল পূর্ব বর্ধমান কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যা শতাংশের বিচারে ৯৯.৫৭। স্বভাবতই মাধ্যমিকে ফল প্রকাশে খুশির হওয়া মাজি পরিবারে। তিনি দুর্গদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী। দেবদত্তার স্বপ্ন ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। তিনি জানান তার সাফল্যের পিছনে বিশেষ অবদান বাবা ও মায়ের।
পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টায় অনুষ্ঠিক ভাবে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর প্রথম দশ জনের তালিকায় রয়েছেন ১১৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম বিভাগে পাশ করেছেন ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। এই দিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন।খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। এবছর মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে কিউ আর কোর্ড( QR Cord )এর বিশেষ ব্যবস্থা।
দুপুর ১২টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in এ ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা।