পল্লব হাজরা, বীরভূম: ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যার জন্য ভক্তদের সাথে অপেক্ষা করে থাকেন মাতৃ – সাধকরা। তন্ত্রমতে এই দিনটিতে রয়েছে বিশেষ মাহাত্ম্য। দেবী কালিকার কৌশিকা থেকে উৎপত্তি হয়েছিল দেবী কৌশিকীর। তার নাম অনুসারে এই বিশেষ তিথির নামকরণ। দিনটি তারাপীঠে মা তারার আবির্ভাব তিথি হিসেবেও পালন করা হয়। কথিত আছে আজকের বিশেষ দিনে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ শ্মশানে শ্বেত শিমুল তলায় সিদ্ধি লাভ করেছিলেন।
এ বছর ২৭শে ভাদ্র , ১৪ ই সেপ্টেম্বর ২০২৩ ভোর ৪টে ৪৮ মিনিট থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত থাকবে এই বিশেষ তিথি।
বৃহস্পতিবার তারাপীঠে ভোর তিনটে দেবীকে গঙ্গাজলে স্নান করানো হয়। স্নানের শেষে স্বর্ণলংকারে মা তারাকে সিঙ্গার বেশে সাজিয়ে তোলা হয়। এদিন পঞ্চব্যঞ্জনে ভরিয়ে তোলা হয় দেবীর ভোগ। যার মধ্যে ফ্রাইড রাইস, সাদা ভাত, বাসন্তী পোলাও ১১ রকমের ভাজা ও ইলিশ সহ বিভিন্ন প্রকারের মাছ , চাটনি, পায়েস অন্যতম।
দিনটি বৃহস্পতিবার হওয়ায় ভক্তসমাগম কয়েক গুণ বেড়ে গিয়েছে তারাপীঠে।
দেবীর দর্শন পেতে দূরদুরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে মন্দির চত্বরে। আলোর রোশনাইতে ভরে ওঠে গোটা মন্দির। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশবাহিনী। যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে নজর রেখেছে চলেছে পুলিশ প্রসাশন।