নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আসেন বিজেপি প্রার্থী রূপক মিত্রের হয়ে প্রচারে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তিনি (Dilip Ghosh) তীব্র ভাষায় তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, হাজার হাজার মেয়ের ধর্ষণ হলেও মুখ্যমন্ত্রীর কোনও কষ্ট হয় না। এদিন তিনি (Dilip Ghosh) বলেন, ৫০০ টাকার জন্য মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন। আর রাজ্য জুড়ে আরজকতা শুরু হয়েছে।
নৈহাটির সাহেব কলোনীতে প্রচারে এসে জনসভা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আপনারা অনেক বলছেন, কেন রাষ্ট্রপতি শাসন হচ্ছে না? কেন দিল্লিতে তো মোদী ঠিক রয়েছেন। মোদী চাল, ডাল, গ্যাস পাঠিয়ে দিচ্ছেন, আপনারা খাচ্ছেন। শৌচালায় ও বাড়ি বানিয়ে দিয়েছেন আপনারা থাকছেন। আর আপনারা ৫০০ টাকা নিয়ে দিদিকে ভোট দিচ্ছেন। দিদিকে ভোট দিয়ে জেতাচ্ছেন, দিদির ট্রিটমেন্টটা নিতে হবে না? রাস্তায় আপনার বোন বউ গেলে কটূক্তি হবে। প্রতিবাদ করলে পেটানো হবে। এই ঘটনা আজকেই হয়েছে। আজ মহিলারা সুরক্ষিত নন। প্রতিবাদও করতে পারবেন না, রাস্তায় ফেলে পেটানো হবে। আফগানিস্তান ও পাকিস্তানে এত পরিস্থিতি খারাপ হয়নি। পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীর ও বাংলাদেশের থেকেও খারাপ। আমরা ৫০০টাকা নিয়ে ভোট দিচ্ছি। আর কিছু হলে, কেন্দ্র সরকার কেন কিছু করছে না। রাজ্যে চাকরি নেই। বাঙালি আজ ভিন রাজ্যে গিয়ে চাকর-বাকরের কাজ করছে। দিদিমনি আজকে বাঙালিদের এই জায়গায় নিয়ে এসেছে।”
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আপনারা জেনে রাখুন রাজ্যে নতুন করে আর কোনও নিয়োগ হবে না। সরকার শুধু বলছে, এই কেস আছে, ওই কেস আছে। যেখানে কেস নেই, সেখানেও তো কোনও নিয়োগ নেই। যে টাকাটা কেন্দ্র থেকে আসছে, সেই টাকা লুঠ করতে হবে। পার্টির লোকেদের ভাগ করে দিতে হবে। না হলে কেউ পার্টির হয়ে কাজ করবে না। লুঠের রাজত্ব চলছে রাজ্যে।”