নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ ভোট বড় বালাই। করোনা আবহে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও রাজ্যের শাসকদল এবং গেরুয়া শিবিরের মধ্যে কাউকে ছেড়ে কথা বলতে নারাজ দুই পক্ষই। কারণ, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই দুই দলের তরজা অব্যাহত।
দিন কয়েক আগেই বীরভূমের শাসলদলের নেতা অনুব্রত মন্ডলের কাছে তাদের দলের নেতা রাজনৈতিক সুবিধা পাওয়া নিয়ে ক্ষোভ জানানোয় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। জনগনই ওদের রাস্তা দেখিয়ে দেবে।”
এদিন হাওড়ায় ‘বাংলা বাঁচাও গনতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে দিলীপ বাবু আরও বলেন,”আজ হোক কাল হোক এই সরকারের পরিবর্তন হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে বলে তিনি জানান সেই বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে।
২০২১শে ভোটে জিতে সরকারে এলে তাদের যে কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদের রেহাই দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও তৃণমূল নেতা-কর্মী বা পুলিশ, যারাই এই মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের হেনস্তা করছেন তাদের ছেড়ে কথা বলা হবেনা বলে হুঙ্কার দেন তিনি।
রাজ্যজুড়ে সব প্রশাসনিক ভবনের সামনে বাংলায় রাজনৈতিক হিংসা, দুর্নীতি, বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যা কেস দিয়ে হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি নেয় গেরুয়া শিবির। রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, জেলা সদর সভাপতি সুরজিত সাহা, যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিংয়ের উপস্থিতিতে শাসকদলের বিসর্জন দেওয়ার কথা বলে হাজির থাকা কর্মী-সমর্থকদের বরাবরের মতোই অক্সিজেন জোগালেন দিলীপ ঘোষ।