ঝাড়গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন ২০০ জন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কেন্দ্রের শাসকদল ছেড়ে রাজ্যের শাসকদলে আসার হিড়িক ঝাড়গ্রামে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে ২০০জন যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয় ।ওই সংবর্ধনা সভায় মলম অঞ্চলের ২০০ জন বিজেপির কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক তথা তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু ও কোঅডিনেটর উজ্জ্বল দত্ত,ঝাড়গ্রাম জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মূর্মু এবং নয়াগ্রাম ও বিনপুর বিধানসভা কেন্দ্রের কোঅডিনেটর নিযুক্ত হয়েছেন উজ্জ্বল দত্ত। দুইজন নয়াগ্রামের বাসিন্দা। তাই শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। একই ফুলের মালা তাদের দুইজনকে পরিয়ে সংবর্ধনা জানায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

Google news