তমলুকে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,তমলুক সামনেই বিধানসভা নির্বাচন। অপেক্ষার দিন গোনা শুরু হয়ে গিয়েছে রাজনীতিকদের মধ্যে। দিন যত এগিয়ে আসছে ডিসেম্বরের শীতেও ততই উপ্তয় হয়ে উঠছে রাজ্য রাজনীতি। আর এই তপ্ততার দৌড়ে পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুর।এবার তৃনমূলের দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর।এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে দোষীদের গ্রেফতারে দাবিতে রামনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃনমূল কর্মীরা। বিক্ষোভের পরই দুইজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

তৃনমূল কর্মীদের অভিযোগ, রামনগর বাজার, স্টেট ব্যাঙ্ক চত্বর সহ বিভিন্ন এলাকায় তাঁদের দলীয় পতাকা লাগানো ছিল। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দৃস্কৃতিকারীরা তৃনমুলের ওই দলীয় পতাকা ছিঁড়ে দেয়।  শনিবার সকালে ঘটনার জানাজানি হতেই গোটা এলাকায় উপ্তয় হয়ে উঠে।

খবর পেয়ে ছুটে আসে রামনগর এলাকার সমস্ত তৃনমূল নেতৃত্ব। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয় তৃনমূল নেতৃত্বরা। ছাএনেতা শতদল বেরা সহ অন্যান্য নেতৃত্বরা কর্মীদের নিয়ে এদিন সকাল থেকে রামনগর থানার ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তবে তৃণমূলের করা অভিযোগ পুরোপুরি ভিওিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন,’সিপিএম থেকে কিছু হার্মাদ বিজেপিতে সদ্য যোগদান করেছে।তারপরে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি রাতের অন্ধকারে হামলাও চালাচ্ছে। এনিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। কোন ব্যবস্থা না নিলে আমরা বৃহওর আন্দোলনে নামব।’

যদিও এই সমস্ত অভিযোগ ভিওিহীন বলে দাবি করেছেন এলাকায় বিজেপি নেতা স্বদেশ নায়ক। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত নয়। নিজেরা করে বিজেপিদের ফাঁসানো চেষ্টা করছে।’ রামনগর থানার ওসি বলেন,  অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Google news