হাওড়ার বাঁকড়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ সংক্রান্ত আলোচনা চলাকালীন ।। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের বিজেপির ওই মন্ডল সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয়। তাঁকে রাতেই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির আরও চার পার্টি কর্মী। বিজেপির অভিযোগ, ডোমজুড়-৪ এর মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন পার্টি কর্মী ঘটনায় জখম হন। সে সময় ভোটার তালিকায় সংশোধনের কাজ চলছিল। বাঁকড়া-২ এর এক পঞ্চায়েত সদস্য, সেখানকার উপপ্রধান, বাঁকড়া-৩ এর প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।

Google news