- Ad-
- Ad -
- Ad -
- Ad -
নিজস্ব প্রতিনিধি, টিটাগড়: বুধবার রাতে টিটাগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কারবালায় বোমা ফেটে জখম হয় এগারো বছরের এক বালক। জখম মোঃ আফরোজ এর একটি হাতে গুরুতর জখম হয়েছে তাকে প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করেছে। কে বা কারা এই এলাকায় বোমা রেখেছিল তার খোঁজ শুরু করে পুলিশ।
- Ad -