Arrested for illegally placing:বেআইনিভাবে রাস্তার ধারে ইট বালি পাথর রাখার অভিযোগে গ্রেপ্তার

 নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার কল্যাণগড় এলাকায় রাস্তার দু’ধারে বেআইনিভাবে ইট বালি পাথর ও কাঠ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।

শুক্রবার অশোকনগর কল্যাণগড় পৌরসভা পৌর প্রধান প্রবোদ সরকার হাবরা এসডিপিও রোহিত শেখ অশোকনগর থানার ওসি সিদ্ধার্থ শংকর মন্ডল ও পৌর সভার একাধিক আধিকারিকরা এদিন কল্যাণগড় এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে ইট বালি পাথর কাট রাখার অপরাধে কয়েকজনকে আটক করে। মূলত বিগত কয়েকদিনে এই বাইপাস এলাকায় যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কয়েকটি দুর্ঘটনা ঘটে।

 

সেই কারণেই পৌরসভার তরফ থেকে রাস্তার পাশে থাকা সামগ্রী সরিয়ে নিতে বলা হয়। কিন্তু এদিন অভিযানে নেমে দেখা যায় রাস্তার দুধারে বেশকিছু সামগ্রী এখনো পড়ে রয়েছে সেই মতো। এদিন কয়েকজনকে আটক করে অশোকনগর থানার পুলিশ।

পৌরসভার পৌরপ্রধান প্রবোদ সরকার জানান,মানুষের জীবনের থেকে বড় কিছু নয় আমাদের আগে লক্ষ্য দিতে হবে মানুষের জীবনের। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে আগের থেকে সমস্ত ব্যবসায়ীদের জানানো হয়েছে। আমাদের এই অভিযান আগামী দিনেও চলবে এমনটাই দাবি করেন।

Google news