৮ জেলায় জারি লু-এর সতর্কতা, পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছল প্রায় ৪০ ডিগ্রিতে৷ আগামী তিন-চার দিন তাপমাত্রা বাড়বে প্রবল হারে৷ কার্যত গরমে পুড়তে হবে বঙ্গবাসীকে৷ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-এই আট জেলায় চরম তাপপ্রবাহ চলবে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আট জেলায় তাপপ্রবাহের সঙ্গে বইবে লু৷ আগামী কয়েকদিনে নেই কোনো বৃষ্টির পূর্বাভাস৷ ১৯, ২০ ও ২১ এপ্রিল দক্ষিণের সব জেলায় তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে৷ এই দাবদাহ বজায় থাকবে ২২ এপ্রিল পর্যন্ত৷

তবে এতো গরমেও ক্ষাণিক খুশির খবর দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামী ২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা এক দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে৷ তবে তার জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভবনা নেই৷ উল্টে হয়তো তাপমাত্রা বাড়তে বাড়ে বলে আশঙ্কা হাওয়া অফিসের৷

অন্যদিকে, উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ পাশাপাশি উত্তবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

 

Google news