নিজস্ব প্রতিনিধি,খড়দহ: রাজ্যে আবাস যোজনা নিয়ে যে বিক্ষোভ চলছে তার কিছুটা পরিকল্পিত কিছুটা হলেও সত্যি হতে পারে খরদায় দিদি সুরক্ষা কবচ কর্মসূচির সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন খরদার বিধায়ক তথা রাজ্য বিধানসভার কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।
এদিন তিনি বলেন আবাস যোজনা নিয়ে যা আন্দোলন চলছে তার বেশিরভাগটাই পরিকল্পিত, কিছুটা হলেও সত্যতা রয়েছে। এই সমাজ ব্যবস্থার মধ্যে লোভী লোক থাকতেই পারে তারা হয়তো এই সুবিধা গ্রহণ করেছে কিন্তু তার জন্য গোটা দলের ওপর কালিমা লেপন করা যায়।
পাশাপাশি দিদির সুরক্ষা কবজ প্রাসঙ্গিক আলোচনা করেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন খরদার বিধায়ক তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বরানগরের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।