Bhuban Badyakar Hospitalized: গাড়ি দুর্ঘটনা আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

খবর এইসময়,ওয়েব ডেস্কঃ ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের জীবনে অঘটন।সোমবার সন্ধ্যা ৮টায় কুড়ালজুড়ি নিজের গ্রামে চারচাকা গাড়ি চালনো শিখছিলেন ভুবন বাবু। সাথে সহায়ক থাকলেও ভুল বসত গাড়ির গতি বেড়ে যাওয়ায় পড়ে গিয়ে বুকে চোট পান তিনি। ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ইতিমধ্যেই বুকের এক্সরে করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন আঘাত তেমন গুরুতর না হলেও আজ হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন ভুবন বাবু।দুর্ঘটনার খবর ছড়িয়ে পরতে দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা।

প্রসঙ্গত কাঁচা বাদাম গান গেয়ে বিশ্ব-ভুবন মাতিয়েছেন ভুবন বাদ্যকর। সাধারণ বাদাম বিক্রেতা থেকে কাঁচা বাদাম গানের সুরে রাতরাতি ভাইরাল তিনি। একের পর এক মঞ্চে ডাক থেকে প্রশংসিত হয়েছেন ভুবন।