Blood Donation at Baranagar: তীব্র গরমে রক্তসঙ্কট মেটাতে রক্তদান উৎসব বরাহনগরে

 

 

পল্লব হাজরা, বরাহনগর: ঝাঁঝালো রৌদ্রের উষ্ণতায় পুড়ছে গোটা রাজ্য। তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। উষ্ণতার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাসপাতালে রক্তের চাহিদা। সেই রক্তের চাহিতা মেটাতে উদ্যোগী হলেন বরাহনগর ৯নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা পুর পারিষদ রামকৃষ্ণ পাল। রবিবার ৯নং ওয়ার্ড বিদ্যায়তন সরণিতে আয়োজিত হয় রক্তদান উৎসব। অনুষ্ঠানে ১৪৫জন রক্তদাতা অংশগ্রহণ করেন। এদিন উৎসবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, দমকল মন্ত্রী সুজিত বসু ,বিধায়ক তাপস রায় সহ অন্যান পুরপ্রতিনিধিরা।

 

অধ্যাপক সৌগত রায় অনুষ্ঠানে এসে বলেন গ্রীষ্মেকালীন রক্ত সংকট দেখা যায়। প্রচুর লোক এসেছে আজ। সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন।

উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বলেন, গ্রীষ্মকালে রক্তের সংকটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তদান শিবিরের ডাক দিয়েছেন। সেই কথা মাথায় রেখে এহেন উদ্যোগ। অনুষ্ঠানে ১৪৫ জন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন।

 

রামকৃষ্ণ পালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সকালে ১০:৩০টা থেকে দুপুর ৩:৩০টে পর্যন্ত চলে এই শিবির।

Google news