Municipal Election: বিজপুরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,কাঁচরাপাড়াঃ শুরুতে কিছুটা ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কাঁচরাপাড়া মিনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ভিতরে বুথ জ্যামের অভিযোগ। নর্মস এ আছে প্রত্যেক ক্যান্ডিডেটদের সাথে তিন-চারজন এজেন্ট থাকবে কিন্তু ভিতরে তো থাকবেন একজন, পোলিং এজেন্ট যারা তারা থাকবেন, রিলিভার থাকলেও সে বাইরে থাকবে ।

প্রয়োজন হলে রিলিভার ভিতরে ঢুকবেন। কিন্তু এখানে দেখছি শাসকদলের এজেন্টরা বুথ জাম করে বসে আছেন। প্রশাসনকে আমি করেছি দু’তিনবার নক করেছি, তাছাড়া সবাই তো মুখ চেনা আমি নিজে তাদেরকে বলেছি ,কিছুটা হালকা হলেও এখনও চার-পাঁচজন করে বুথের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। নাম না করে বিজপুর এর প্রাক্তন বিধায়ক তথা মুকুল পত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন কাঁচরাপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস সিনহা।