ডায়মন্ড হারবারে এমপি কাপের উদ্বোধনে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যেগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় আবারও শুরু হলো বাংলার জনপ্রিয় ফুট টুনামেন্ট সেই এমপি কাপ I ৫ই ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল প্রাকৃতিক দূর্যোগএর কারণে ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবার SDO মাঠে বিভিন্ন বরনাট্যর মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে আজ সন্ধায় শুভ উদ্বোধন হয় I উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়,রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়,রাজ্যের ক্রিয়া মন্ত্রী মনোজ তেওয়ারি,মহকুমা শাসক সুকান্ত সাহা,বিধায়ক শাওকাত মোল্লা,ফলতার যুব নেতা জাহাঙ্গীর খান,যুব নেতা গৌতম অধিকারী,বিধায়ক পান্নালাল হালদার,টাউন তৃণমূলের সভাপতি অমিত সাহা,এবং রাজ্যের এক ঝাক নেতা,মন্ত্রী সহ ডায়মন্ড হারবার লোকসভার সকল নেতৃত্ববৃন্দ।

আজ শুভ উদ্বোধনিও ম্যাচে ডায়মন্ড হারবার একাদশ বনাম ফলতা একাদশের মুখোমুখি হয় I ফুটবল প্রেমীদের এ বছর আর নিরাশ করেনি মাননীয় সংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১০ই ডিসেম্বর থেকে শুরু হলো এবারের এই প্রতিযোগিতা, চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করছে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে এই খেলা,শেষে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল,ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ।

Google news