নবান্নের কাছে ছাই এর কন্টেনার বোঝাই লরি উল্টে বিপত্তি, চাপা পরে মৃত ১ পথযাত্রী

পল্লব হাজরা, হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ছাই বোঝাই কন্টেনার। কন্টেনার তলায় চাপা পরেন এক পথযাত্রী । শনিবার ঘটনাটি ঘটেছে নবান্নর কাছে বিকেল সাড়ে চারটে নাগাদ। স্থানীয় সূত্রের খবর কোলাঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল কন্টেনারটি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল সহ পুলিশ কর্মী। তিনটি হাইড্রা দিয়ে চলে উদ্ধারকার্য। কয়েক টন ভারী কন্টেনার হওয়ায় যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কন্টেনারের পাশে অ্যাম্বুল্যান্স থেকে চলে চাপা পরা ব্যক্তির নাকে অক্সিজেন সরবরাহের পক্রিয়া।

অবশেষে দেড় ঘন্টার চেষ্টায় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে কলকাতাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।