সুলভ মূল্যে আলু বিক্রি শুরু করল চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বেশ কিছুদিন ধরে সবজির দর অগ্নিমূল্য।  বাজারে আলুর দাম ক্রমশ বাড়তে বাড়তে এখন ৩৫ টাকায় এসে ঠেকেছে।  যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ পরিবারের মানুষেরা। তাই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি সুলভ মূল্যে বুধবার থেকে আলু বিক্রি করা শুরু করেছে।

চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ফণিভূষণ দে জানান, বাজারে আলুর দাম প্রতি কেজি ৩৫ টাকা। তাই গরিব সাধারণ মানুষের কথা চিন্তা করে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতি কেজি আলু ২৭ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

              ………………..Advertisement……………….

বুধবার থেকে ২৭টাকা প্রতি কেজি দরে চন্দ্রকোনা রোডে আলু বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত ২৭ টাকা কেজি দরে আলু পাওয়া যাবে এবং প্রত্যেককে দুকেজি করে আলু বিক্রি করা হবে। এর ফলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে তিনি জানান৷

আগামী বেশ কিছুদিন এভাবেই চন্দ্রকোনা রোডে সমিতির পক্ষ থেকে আলু বিক্রি করা হবে। চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি বাজারের থেকে ৮ টাকা কমে প্রতি কেজি আলু বিক্রি করায় খুশি ওই এলাকার সাধারণ মানুষ।

তারা আলু ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। তাই বুধবার থেকেই ওই এলাকার বাসিন্দারা সামাজিক দূরত্ব বজায় রেখে ২৭ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছেন। তারা ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Google news