Bolpur : অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ বোলপুর পূর্ণীদেবি গার্লস কলেজে

নিজস্ব প্রতিনিধি, বোলপুরঃ বর্ধমান ইউনিভার্সিটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের আওতাধীন সমস্ত কলেজে পরীক্ষা নেওয়া হবে অফলাইনে। ইউনিভার্সিটির এই ঘোষণার পরেই মঙ্গলবার বিভিন্ন কলেজে পড়ুয়াদের বিক্ষোভ লক্ষ্য করা যায়। সেই রকমই বিক্ষোভ দেখা যায় বোলপুরের পূর্ণীদেবি গার্লস কলেজে।

সেখানকার পড়ুয়াদের দাবি তারা অফলাইনে নয় অনলাইনে পরীক্ষা দেবেন। অনলাইনে পরীক্ষা না দেওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন, সিলেবাসের অধিকাংশ অংশ পড়ানো হয়েছে অনলাইনে এবং অফলাইনে ক্লাস সেইভাবে হয়নি। যে কারণে অফলাইনে এই পরীক্ষা তারা দেবেন না। এই পরিপেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে।

অন্যদিকে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ সুনীল বরণ মন্ডল জানিয়েছেন, পড়ুয়ারা একটি আবেদন জমা দিয়েছেন। সেই অনুযায়ী দুপুরে আমরা অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়াদের একাংশকে নিয়ে একটি বৈঠক ডেকেছেন। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অফলাইনে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত ইউনিভার্সিটির। এই সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের নয়।