জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন হাওড়া হেলথ মিশনের কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ সমকাজে সমবেতন, স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করে ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা।

এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।

হেলথ মিশনের কর্মীদের দাবি, পশ্চিমবঙ্গের সকল এনএইচএম ও এনইউএইচএম কর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে। হাওড়া পুরনিগমের সকল এনইউএইচএম কর্মীরাও এইদিন একদিনের ধর্না কর্মসূচিতে অংশ নেন। তাঁরা পুরনিগম থেকে মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে আসেন।

উল্লেখ্য, এইএইচএম কর্মীদের স্থায়ীকরণ, এনএইচএম কর্মচারীদের বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস, যে সকল পদগুলি কেন্দ্রের আরওপি-তে অনুমোদন পায়নি, সেইসকল পদগুলিকে কেন্দ্রের আরওপি-তে অনুমোদনের এর বন্দোবস্ত করা। এবং যে সকল এনএইচএম কর্মচারী কর্মরত অবস্থায় অথবা করোনাতে মারা গিয়েছেন তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির বন্দোবস্ত করার দাবিতেই হাওড়ায় এই ধর্না বিক্ষোভ চলছে।

Google news