ED Raid: সপ্তম দফা ভোটের আগে ইডির হানা বরানগরে

বরানগর ,পল্লব হাজরা: দুয়ারে কড়া নাড়ছে সপ্তম দফা লোকসভা ভোট। আর তারই মাঝে ইডির তল্লাশি(ED Raid) অভিযান বরানগর ৭২/৩৬ নীলমণি সরকার স্ট্রিটে। স্থানীয় সূত্রে খবর আজ ভোর ৪টে ইডির ছয় প্রতিনিধির দল হানা দেয় অমিতাভ পোদ্দারের বাড়িতে। পেশায় সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন তিনি। মেয়ে ও স্ত্রীকে নিয়ে বরানগরে এই বাড়িতে বাস করেন অমিতাভ।

সকাল থেকে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। লোকসভা ভোটের পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচন তার আগে ঠিক কি কারণে ইডির এই তল্লাশি (ED Raid) অভিযান তা এখনো স্পষ্ট হয়নি। ইডি সূত্রে খবর ভোরে তল্লাশি অভিযানের জন্য কড়া নাড়লে দরজা খুলতে রাজি হয়নি বাড়ির গৃহকর্তা। অবশেষে নিচতলায় ভাড়াটের ঘর থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠে ছয় সদস্যর দল । দীর্ঘ ১৪ ঘন্টা তল্লাশি অভিযান শেষ করে অবশেষে বেশ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেড়িয়ে যায় ইডির প্রতিনিধি দল।

Google news