আগরপাড়ায় অক্সিজেন সহ ৩ শয্যা বিশিষ্ট ‘সেফহোম’ এর উদ্বোধনে বিধায়ক নির্মল ঘোষ

অর্পণ দত্ত,পানিহাটিঃ আগরপাড়া কোভিড ফোরামের পরিচালনায় অক্সিজেন পার্লারসহ ৩টি শয্যা বিশিষ্ট একটি সেফ হোমের উদ্বোধন হয় আজ।এই সেফ হোমের উদ্বোধন করেন পানিহাটির বিধায়ক তথা  বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ।

পশ্চিম পানিহাটির তৃণমূল কংগ্রেসের  সভাপতি বিশ্বনাথ দের উদ্যোগে আজ পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া মনসা তলায়  যুব সন্মেলনী ক্লাবে তিন শয্যা বিশিষ্ট একটি অক্সিজেন পার্লার সহ সেফ হোমের উদ্বোধন করেন পানিহাটির বিধায়ক তথা  বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত , স্থানীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বানাথ দে ছিলেন খড়দহ থানার পুলিশ আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ডাক্তার বাবুরা।প্রতিদিন ২জন করে ডাক্তার ওই সেফ হোমে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেখভাল করবেন বলে আগরপাড়া কোভিড ফোরামের তরফে জানা গিয়েছে।

Google news