Municipal Election:বরাহনগরে জাঁকজমক ভোট প্রচার বিদায়ী পুরপ্রধান অপর্ণা মৌলিকের

পল্লব হাজরা, বরাহনগর:বিদায়ী মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিকের হয়ে প্রচারে সৌগত রায়,তাপস রায় সঙ্গে এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। বরানগর পৌরসভার চারবারের প্রতিনিধি অপর্ণা মৌলিক। এবারও তিনি প্রার্থী হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডের। শনিবার সকালে বরাহনগর ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যপ্রশাসক অপর্ণা মৌলিকের নেতৃত্বে চলে পদযাত্রা।

দলীয় পতাকা , বেলুন , ফুটবল নিয়ে কর্মীরা পা মেলান বর্ণাঢ্য পদযাত্রায়। এই দিন অপর্ণা মৌলিকের সমর্থনে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসু, প্রখ্যাত ফুটবলার মানস ঘোষ,রঞ্জন ভট্টাচার্য্য, সঞ্জয় মাঝি, রহিম নবি, তৃজিত দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। বিধায়ক তাপস রায় জানান স্থানীয় ওয়ার্ড সহ বরাহনগর বাসীর জন্য অনেক কাজ করেছেন অপর্ণা। বরাহনগর ১৫ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চমবার ফের বিপুল ভোটে জয়যুক্ত হবেন অপর্ণা মৌলিক এমনটাই আশাবাদী বিধায়ক।

Google news