করোনা আবহে ট্রেন বন্ধের কারণে লাভের মুখ দেখছে নদিয়ার ব্যবসায়ীরা

সমীর সাহা, নদিয়াঃ  লোকাল ট্রেন চলাচল বন্ধ। তাই পুজোর কেনাকাটা করতে বাইরে যেতে পাচ্ছেন না স্থানীয় লোকজন। তাই অন্যবারের তুলনায় যথেষ্ট বিক্রি বেড়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার বিভিন্ন বাজারগুলিতে। এমনটাই দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

করোনা পরিস্থিতিতে ছয়-সাত মাস ব্যবসা বন্ধ ছিল। মেট্রো চলাচল শুরু হলে লোকাল ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই পুজো মানেই নতুন জামাকাপড়। এতদিন কাপড়ের দোকান সহ রেডিমেড দোকানগুলোতে কোন বিক্রিই ছিল না। কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্থানীয় দোকানগুলোতে কেনাকাটার ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

কয়েকদিন ধরে ব্যবসা বাণিজ্য ভালই যাচ্ছে বলে জানাচ্ছেন নদিয়ার মাজদিয়ায় ব্যবসায়ীরা। স্থানীয় রেডিমেড ব্যবসায়ী রতন রায় জানান, করোনা পরিস্থিতিতে ছয়-সাত মাস ধরে কোন ব্যবসা বাণিজ্য ছিল না। খুবই খারাপ পরিস্থিতি মধ্যে ছিলাম। সব রকম ব্যবসা বাণিজ্যও বন্ধ ছিল। কিন্তু সামনেই দুর্গাপূজা ট্রেন বন্ধ থাকায় করোনার আতঙ্ককে দূরে সরিয়ে সাবধানতা অবলম্বন করে স্থানীয় লোকজন কেনাকাটায় নেমে পড়েছেন বাজারগুলিতে। এখনকার বাজারেও জিনিসপত্রের দাম অনেকটাই কম।

Google news