Baranagar: বরানগরে শুরু “নাট্যোৎসব ২০২২,” চলবে ৬ দিন

পল্লব হাজরা, বরাহনগর: মানব জীবনে ঘটে চলা ঘটনাগুলির শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ পায় নাটকের মাধ্যমে। একজন নাট্যকার তাঁর নাটকে মানুষের হাসি-কান্না, প্রেম-বিরহ, দ্বন্দ্ব-সংঘাত ও সামাজিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলেন। শতাব্দী ধরে চলে আসা নাটক বর্তমান সময়ে কিছুটা ভাটা পড়লেও নাট্যপ্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়।

নাট্যপ্রেমী ব্যক্তিদের কথা মাথায় রেখে বরাহনগর পুরসভার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হল বরাহনগর নাট্যোৎসব ২০২২। এই উৎসব চলবে আগামী ১৬-০৬-২০২২ বৃহস্পতিবার পর্যন্ত।

এদিন বরাহনগর পুরসভার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, চেয়ারপার্সন অপর্ণা মৌলিক সহ অন্যান্য পৌরপ্রতিনিধি।

উদ্বোধনের প্রথম দিনে মঞ্চস্থ হয় নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত নাটক ‘টিনের তলোয়ার’। নাটকে মুখ্য চরিত্রে অভিনয়ে করেন পার্থ ভৌমিক।

বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক জানান ২০১১ পর থেকেই প্রতিবছর এই নাট্যৎসব হয়ে আসছে। করোনা আবহে দুই বছর বন্ধ থাকলেও এই বছর আবার শুরু হলো। যে সকল মানুষ নাটক দেখতে পছন্দ করেন তারা অবশ্যই নাটক দেখতে আসবেন।

নাট্যোৎসব উদ্বোধনের প্রথম দিনেই দর্শক আসন সংখ্যা ছিল পরিপূর্ণ। শিল্পীদের অভিনয়ে দর্শক করতালিতে ভরে উঠেছিল রবীন্দ্র ভবন।

Google news