সমীর সাহা, নদিয়াঃ কৃষকদের স্বার্থে কৃষি আইন ২০২০ আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃষক সুরক্ষা পদযাত্রা বের হল সোমবার বিকেলে নদিয়ার ৮৮ নং কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায়।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃষি বিলের সমর্থনে কৃষ্ণগঞ্জ কিষাণ মান্ডি থেকে মাজদিয়া বাজার পর্যন্ত এই বিশাল পদযাত্রায় অংশ নেন দক্ষিণ নদিয়া জেলার সভাপতি অশোক চক্রবর্তী, সুকান্ত মন্ডল, পরিতোষ বিশ্বাস, জেড পি ৩৫ মণ্ডল সভাপতি প্রনব কুমার সরকার, জেড পি ৩৪ মন্ডল সভাপতি নির্মল বিশ্বাস ,জেড পি ৩৬ মন্ডল সভাপতি রথীন মন্ডল,জেলা সদস্য গৌতম ঘোষ সহ বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্ব।
………………….Advertisement……………………….
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই বিতর্কিত নতুন তিনটি কৃষি বিল পাশ হয়ে যায়। আর এই কৃষি বিল নিয়েই প্রতিবাদ শুরু করেছে কৃষকরা। ইতিমধ্যে তিন দিন ধরে পাঞ্জাব এবং হরিয়ানায় রেল রোকো কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা৷
আইন করে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার দাবিতেই এই বনধের ডাক দিয়েছেন কৃষকরা৷ জানা গিয়েছে, সর্বভারতীয় কৃষক সংগঠন, ভারতীয় কিষান ইউনিয়ন, অল ইন্ডিয়া কিষান মহাসঙ্ঘ এবং সর্বভারতীয় কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি এরা সকলে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে৷ কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের কৃষকরাও এই বনধে অংশ নিচ্ছেন৷ এছাড়া, এআইটিইউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নও এই বনধকে সমর্থন করেছে৷