আবহাওয়ার মতো উত্তপ্ত সোনার দর, একধাক্কায় বাড়ল ৫৪০০ টাকা

কলকাতা: বৈশাখের শুরুতেই আবহাওয়ার পারদ ঊর্ধ্বমুখী৷ সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দামও৷ বৈশাখ মানেই বিয়ের মরশুম৷ আর এই সময় সোনার দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের৷ শুক্রবার একধাক্কায় বাড়ল ৫৪০০ টাকা৷ তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। জেনে নিন সোনা-রুপোর দাম কত রয়েছে৷

২২ ক্যারেটের সোনার দাম- ১৯ এপ্রিল ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮১৫ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ১৫০ টাকা। লক্ষ্মীবারের তুলনায় ৫০০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার রয়েছে ৬ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। একদিনেই ৫০০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম- ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ৫৪০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার রয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা, ৫৪০০ টাকা দাম বেড়েছে৷

১৮ ক্যারেটের সোনার দাম- ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে৷ ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৭৬০ টাকা। একদিনে দাম ৪১০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৪১০০ টাকা।

রুপোর দাম- সোনার দাম বাড়লেও আজ দাম বাড়েনি রুপোর। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৬৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা।

Google news