নর্দমায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বরাহনগরে, এলাকায় তীব্র চাঞ্চল্য

পল্লব হাজরা, বরাহনগর: সাত সকালে নর্দমায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বরাহনগরে।

শনিবার সকালে বরাহনগর পুরসভার ১৫নং ওয়ার্ডের বনহুগলিতে পথ চলতি মানুষ নর্দমার জলে অর্ধ নিমজ্জিত অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পায়। চাঞ্চল্যকর এই খবর চাউর হতেই একে একে স্থানীয়রা ভিড় জমান। এরপর ওই দেহটি ড্রেনের জলে উপুর হয়ে পড়ে থাকতে দেখে খবর দেন বরাহনগর থানায় ।

পুলিশ এসে অবশেষে দেহটি উদ্ধার করে স্থানীয় ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জয় ব্যানার্জি। তিনি বরাহনগর নবীন চন্দ্র দাস রোড এর বাসিন্দা। তবে ঠিক কি কারণে এই মৃত্যু, তা নিয়ে তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। পাশাপাশি,এই ঘটনাকে কেন্দ্র করে নবীন চন্দ্র দাস রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Google news