- Ad-
- Ad -
- Ad -
- Ad -
নিজস্ব প্রতিনিধি,বারাসাতঃ শনিবার বারাসাতে পুলিশের পক্ষ থেকে বিশাল ব়্যালির আয়োজন করা হয়৷ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করে তুলতেই এর আগে এই উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন পুলিশকর্মীরা মোটরসাইকেল চালিয়ে বারাসত শহরের 34 নং জাতীয় সড়কের উপর প্রদক্ষিণ করেন। পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করতে এই বাইক ব়্যালির আয়োজন করা হয় ৷ সাধারণ মানুষদের সচেতন করতে এদিন হেলমেট, মাস্ক, সেনিটাইজার, সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার বিলি করা হয়।
- Ad -