দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন (DumDum Fire)। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। দমকল সূত্রে খবর, যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে কোনও কর্মী আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হোশিয়ারি কারখানায় প্রচুর গেঞ্জি এবং অন্যান্য হোশিয়ারি পণ্য মজুত ছিল। সেগুলি থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুনের উৎসস্থলে পৌঁছতে না পেরে দমকল কর্মীরা আপাতত জানলার বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দুটি কারখানাতেই প্রচুর শ্রমিক কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে, রাতে সেখানে কেউ ছিল কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও জানা যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দমকল আসতে অনেক দেরি করেছে। দমকল সময় মতো এলে, আগুন এতটা ছড়িয়ে পড়ত না বলে দাবি করছেন তাঁরা। <span;>আশঙ্কার বিষয়, যে কারখানাটিতে আগুন লেগেছে, তার পাশে একটি অনুষ্ঠানবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানা রয়েছে। বেশিরভাগ গুদামেই দাহ্য পদার্থ উপস্থিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আশাবাদী।