Durga Puja 2024: ‘ওঁম শান্তি’ নিয়ে শান্তির বাতাবরণ আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশান সেন্টারে

কামনা-বাসনা থেকে মুক্তি, চাই সত্যজ্ঞান, আনন্দ হোক বিশুদ্ধ মনের সহচর, শান্তির এই বাণী ধরাতলে বিলিয়েছেন সিদ্ধার্থ গৌতম। আর, সেই বাণীকে পাথেয় করেই এই শারদোৎসবে (Durga Puja 2024) সকলকে মিলিত হওয়ার আহ্বান জানাতে ব্রতী আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশান সেন্টার। বিশ্ব থেকে মুক্ত হোক দুঃখ, জরা-জীর্ণতা, সকলের মনে আসুক শান্তি। তাই এবছর ২৯ তম দুর্গোৎসবে তাদের থিম ‘ওঁম শান্তি।’

আগরপাড়া রসিক লাল শ্রিমানি রোডের আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশান সেন্টার বছরভর স্বাস্থ্য শিবির, মাধ্যমিক পর্যন্ত ছাত্র- ছাত্রীদের বিনা পারিশ্রমিকে টিউশন করানো এবং নানাবিধ সামাজিক কাজকর্মের পাশাপাশি বিগত ২৮ বছর ধরে এলাকার মানুষজনেদের একত্রিত করে দুর্গা পূজা (Durga Puja 2024) করে আসছে।

এবছর তাদের ২৯ তম বর্ষে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে কম্বোডিয়ার একটি বৌধ্য মন্দির এর আদলে মণ্ডপ সজ্জিত হয়েছে। থিম ‘ওঁম শান্তি’ একটি দুধ সাদা ৭০ ফুট উচ্চতার মণ্ডপটি এখানে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। দেবী দুর্গা এখানে গৌতম বুদ্ধের শান্তি মুদ্রায় বিরাজমান। অপরূপ সুন্দর এই প্রতিমা মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য বজায় রেখেছে। এখানকার দুই শিল্পী কাঞ্চন এবং সাগর অত্যন্ত নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন মন্ডপের ভিতরের এবং বাইরের অংশ।

আজ চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজা মন্ডপের (Durga Puja 2024) দ্বারোদ্বঘাটন করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। যদিও মণ্ডপে সাধারন মানুষের ভিড় শুরু জমতে শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই।