দুর্গাপুজোয় শাড়ি পড়বেন (Durga Puja Fashion) তা তো খুবই স্বাভাবিক। কিন্তু, পুজোর মরশুমে আপনার ফ্যাশন স্টেটমেন্ট তখনি সফল হবেন যদি আপনি নিজের শারীরিক গঠন ও রুচির সঙ্গে মিল রেখে শাড়ি বেছে নিতে পারেন। শাড়ি দিনে পড়বেন না রাতে, পুজোর কি ধরণের অনুষ্ঠানে যোগ দেবেন, অনুষ্ঠান ঘরোয়া নাকি বাইরের, কাদের সঙ্গে অনুষ্ঠানে (Durga Puja Fashion) যোগ দিচ্ছে ইত্যাদি বিষয় খেয়াল রেখে নির্বাচন করতে হয় শাড়ি, শাড়ির রঙ, শাড়ি পড়ার ধরণ ইত্যাদি ইত্যাদি। আপনার পোশাক স্টেটমেন্টের (Durga Puja Fashion) উদ্দেশ্যই হওয়া উচিত নিজের ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরা।
ভারতীয় নারীর ফিগার-এর সঙ্গে সবচেয়ে মানানসই পোশাক (Durga Puja Fashion) হল শাড়ি। সুতরাং শাড়ি দিয়েই শুরু হতে পারে আপনার Festive fashion এক্সপেরিমেন্ট। শাড়ির রং, ব্লাউজের রং, ডিজাইন, কাট ড্রেপিং— সবেতেই আপনি আপনার ডিজাইন সেন্স-এর স্পেশাল টাচ (Durga Puja Fashion) দিয়ে, হয়ে উঠতে পারেন নজরকাড়া।
ব্লাউজের দিকে বিশেষ নজর দিন। ফিটিংটা যেমন জরুরি, তেমনই জরুরি হালফিল কাট-এর বিষয়টিতেও সচেতন থাকা। পার্টির জন্য রেডি রাখুন কিছু অর্নামেন্টাল ডিজাইনার ব্লাউজ।
যদি আপনার ফিগার একটু মেদবহুল হয়, তাহলে খোলামেলা ছাঁদের ব্লাউজের বদলে, পার্টিতে পরুন লং জ্যাকেট কার্ট-এর ব্লাউজ। চাইলে ব্লাউজের পিঠে নানারকম কাট ব্যবহার করতে পারেন।
যদি আপনার ফিগার ঈর্ষণীয় হয়, তাহলে একটু সাহসী হয়ে বিকিনি ব্লাউজ পরতেই পারেন।
শাড়ি পরার পোশাকি কায়দা ছেড়ে, নানা স্টাইলে সেটা পরে দেখতে পারেন।
আপনার উপস্থিতিকে উজ্জ্বল করার জন্য ফ্রেশ রেড, গ্রিন, পিকক ব্লু, ফুশিয়া পিংক প্রভৃতি চটকদার রঙের পোশাক ওয়ার্ডরোবে শামিল করুন।