HomeজীবনশৈলীDurga Puja Recipe: পুজোর পাতে চাই নিরামিষ পদ ? স্বাদবদলের জন্যে রইল...

Durga Puja Recipe: পুজোর পাতে চাই নিরামিষ পদ ? স্বাদবদলের জন্যে রইল একগুচ্ছ রেসিপি

Published on

রাত ফুরলেই মহালয়া। মা আসছেন। আর মহালয়ার সাথে সাথেই বাড়িতে শুরু হয় পেট পুজোর নানান রকমের পদ (Durga Puja Recipe)। তবে কোনও না কোনও দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে অনেকের বাড়িতে। তবে নিরামিষ পদ শুনেই মন খারাপ করার কোনও কারণ নেই। আজকের এই রেসিপিগুলো (Durga Puja Recipe) কিন্তু ভুলিয়ে দেবে আমিষের স্বাদও। আর বানাতেও খাটুনি কম। কখনও ভাতের বদলে পরোটা বা কচুরি খেতে পারেন। আবার কখনও বা পোলাও থাকুক মেনুতে। ঝটপট জেনে নিন কী কী রান্না করতে পারেন এই সময়ে। ভূড়িভোজের গোটা মেন্যু রইল রেসিপি-সহ।

হিংয়ের কচুরি

উপকরণ
ময়দা- ১০০ গ্রাম, সন্ধব লবণ- ২ চিমটি, চিনি- ১ চিমটি, ঘি- ২ টেবিলচামচ, বিউলির ডালের গুঁড়ো- ৭৫গ্রাম, হিং – ৫গ্রাম, কালোজিরে – ১ চিমটি, ভাজার জন্য তেল।

প্রণালী
ময়দা, চিনি, নুন, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে পরিমানমতো জল দিয়ে কচুরির জন্য একটি নরম ডো তৈরি করে নিন। এবার সেই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। অন্য একটি ছোট পাত্রে বিউলির ডালের গুঁড়ো, হিং, নুন-চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ময়দার বলগুলো হাতে নিয়ে চ্যাপ্টা করে তাতে পুরের মিশ্রণটা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিন। এবার গোল করে বেলে নিন। এভাবে সবগুলো কচুরির সাইজে গড়ে নিয়ে কড়াইতে পরিনামমতো তেল গরম করে ডুব তেলে ভেজে তুলুন।

নিরামিষ আলুর দম

উপকরণ
ছোট আলু – ১৫০ গ্রাম, টম্যাটো – ১০০গ্রাম, পেঁয়াজ কুচি – ২টো (মাঝারি পেঁয়াজ), ধনেগুঁড়ো – ৫ গ্রাম, আদাবাটা – ১০গ্রাম, কাঁচালঙ্কা বাটা – ৫গ্রাম (স্বাদঅনুযায়ী), ভাজা জিরেগুঁড়ো – ৫ গ্রাম, হলুদগুঁড়ো- ৫গ্রাম, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো – ৫গ্রাম, ঘি – ৫০গ্রাম, সন্ধব নুন-চিনি (স্বাদমতো), ধনেপাতা কুচি সামান্য।

প্রণালী
প্রথমে আলু সেদ্ধ করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করা আলু অল্প নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার একই কড়াইতে অল্প ঘি দিয়ে তাতে প্রথমে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ুন। অল্প ভাজা হলে তাতে পেঁয়াজকুচি মেশান। সোনালী রং করে ভাজুন। এবার সেদ্ধ করা ভাজা আলু দিন। তাতে একে-একে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। কষে এলে অল্প জল দিন। এবার তাতে টম্যাটো কুচি, ভাজা জিরেগুঁড়ো ও স্বাদমতো নুন-চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ৪ মিনিট রান্না করুন। হালকা গা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে এই সিজনে ফ্রোজেন মটরশুঁটি দিতে পারেন।

দুধ পোলাও

উপকরণ
দেরাদুন চাল (১ কাপ), দুধ ফোটানো (দেড় লিটার), গোটা গরমমশলা (২ চামচ), স্টার অ্যানিস (৪-৫টা), কিশমিশ (১ চামচ), কড়াইশুঁটি (২ চামচ) ঘি (৪ চামচ), নুন (আধ চামচ), চিনি (স্বাদমতো),
মিল্কমেড (৩ চামচ)

প্রণালী
প্রথমে চাল ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে পাত্রে ঘি গরম করে গরমমশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিন। গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে কড়াইশুঁটি, কিশমিশ, চাল দিয়ে অল্প নেড়ে নিন। ওর মধ্যে এবার ফুটিয়ে রাখা দুধটা দিন। নুন-চিনিও দিন। এবার পাত্রের ঢাকনা আটকে রাখুন, ঢিমে আঁচ রাখুন।
ধোঁয়া বেরোতে শুরু করলে বুঝবেন পোলাও তৈরি। আঁচ থেকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন। পরে ঢাকনা খুলে মিল্কমেড ছড়িয়ে পরিবেশন করুন।

স্বর্ণালী পনির

উপকরণ
পনির, ভাজা মসলা (ভাজা বাদাম-ধনে-জিরা-পোস্ত বীজ-সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল, চেরি টমেটো

প্রণালী
প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লঙ্কা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালঙ্কা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লঙ্কাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার পনির যোগ করে নেড়ে নিন।

নিরামিষ সবজি পনির

উপকরণ
২০০ পনির, ১টা টুকরো করা ব্রকলি, ১/২ টুকরো ফুলকপি
১টা টুকরো ক্যাপসিকাম, ৪টে টুকরো করা গাজর, ২টো টুকরো করা আলু, ১টা টুকরো করা টমেটো, ৫টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা ২চা চামচ হলুদ গুঁড়ো, ২টো তেজপাতা, ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ১/২কাপ সাদা তেল, ১চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন-চিনি

প্রণালী
একটা পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার সব সবজি নুন-হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার পনির নুন, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে সব সবজির সাথে ভালো করে ভাজুন। এবার মশলা দিয়ে ভালো করে কষান। তারপর দেড় কাপ জল দিয়ে ঢাকা দিন। জল টেনে এলে গরমশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ সবজি পনির।

আর সবশেষে আদ্যোপান্ত বাঙালির যেটা না হলেই নয়, সেই রসগোল্লা কিন্তু পাতে রাখতে একদমই ভুলবেন না।

Latest News

Gautam Adani: ২০০০ কোটি টাকার দুর্নীতি, গৌতম আদানিকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী

গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে বড় বয়ান দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।...

Ration Card Cancelled: প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল, দেখে নিন তালিকায় আপনার নাম আছে কি না

ভারতে, দরিদ্র ও অভাবী মানুষদের জন্য সরকার রেশন কার্ড (Ration Card Cancelled) জারি করে।...

Adani Group Stocks: গৌতম আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই শেয়ারে বড়সড় পতন

আগের সেশনে তীব্র পতনের পর, বৃহস্পতিবারের সেশনটি ইতিবাচকভাবে শুরু হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। সেশনের...

IND Vs AUS: ‘বিরাট কোহলি আমাদের নেতা’, সংবাদ সম্মেলনে বললেন ক্যাপ্টেন বুমরা

বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে (IND Vs AUS) নেতৃত্ব...

More like this

Suvendu on Beldanga: বেলডাঙার সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া‍য় পোস্ট শুভেন্দুর

গত শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক সংঘর্ষে ঘর বাড়ি ভাংচুর এবং আগুন, কার্ত্তিক পুজার...

Beldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সুকান্ত মজুমদারের

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসায় (Beldanga Communal Violence )হিন্দুদের বেছে বেছে মারধর,বাড়িতে বাড়িতে...

Kasba TMC Councillor: তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর কসবায় হামলার চেষ্টায় আটক প্রধান অভিযুক্ত

কলকাতায় টিএমসি নেতার (KasbaTMC Councillor) উপর হামলার প্রধান অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলায় আটক করেছে...