পল্লব হাজরা, হাওড়া: যাত্রী সুবিধায় পূর্ব রেলের বেশ কিছু স্টেশনে চলছে মেরামতির কাজ। দিন কয়েক শিয়ালদহ প্রধান শাখার নৈহাটি ও হালিশহরের মাঝে চলছে নন ইন্টারলকিং এর কাজ। এর জেরে বাতিল হয় একাধিক লোকাল ট্রেন। ঘুর পথে চলে বেশ কিছু দুরপাল্লার ট্রেন। ট্রেনের গতি নিয়ন্ত্রণ ও বাতিলের জেরে চরম সম্যসায় পড়ে বহুযাত্রী। ফলে ক্ষোভ বাড়ে যাত্রীদের মধ্যে।
আগামী রবিবার(২৬.০৩.২০২৩) রাত্রি ১২টা থেকে রাত্রি ১১:৫৯মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ট্রেন চলাচল কার্যত বন্ধ থাকবে। শুক্রবার পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানান হয়।
বেলানগর স্টেশনে বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং প্রতিস্থাপনের জন্য পূর্ব রেলওয়ে-র এই সিদ্ধান্ত। এর জেরে বাড়তে পারে যাত্রী ভোগান্তির আশঙ্কা।
বেলানগর স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক pic.twitter.com/gm9lJPn6v7
— Eastern Railway (@EasternRailway) March 24, 2023
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, আপ হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস,আপ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস , আপ হাওড়া-মুম্বাই এক্সপ্রেস সহ ডাউন গুয়াহাটি হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস এবং ডাউন ধানবাদ- হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস পথ পরিবর্তন করে বর্ধমান ও ব্যান্ডেল হয়ে চলাচল করবে।
অপর দিকে শনিবার(২৫.০৩.২০২৩) রাত্রি ১০টা থেকে রবিবার(২৬.০৩.২০২৩) রাত্রি ৯:৩০টা পর্যন্ত দমদম জংশন- নৈহাটি শাখায় ব্রিজ নং ৫৬/ টি-র গার্ডার প্রতিস্থাপনের জন্য ট্রেন চলাচল বাতিল করেছে রেলের পক্ষ থেকে। বাতিলের মধ্যে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-শান্তিপুর সেকশনে এক জোড়া করে ট্রেন।
শিয়ালদহ ডিভিসনে কিছু ইএমইউ লোকালের নিয়ন্ত্রণ pic.twitter.com/XGFjD8pHe4
— Eastern Railway (@EasternRailway) March 23, 2023
রেল সূত্রে খবর, রবিবার ট্রেন বাতিলের সংখ্যা বেশি। শিয়ালদহ- নৈহাটির মধ্যে পাঁচ জোড়া। শিয়ালদহ-রানাঘাটের মধ্যে তিন জোড়া। চার জোড়া ট্রেন বাতিল শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে। দুই জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। বেশ কিছু ট্রেনের ক্ষেত্রে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে আগেই দুঃখপ্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।