বৈধ টিকিট কেটে যাতে যাত্রীরা রেল সফর করেন সেই ব্যাপারে আগেই পূর্ব রেল সতর্ক করেছিল। ইঙ্গিত দেওয়া হয়েছিল কড়া পদক্ষেপের। পূর্ব রেল জানায়, টিকিট চেকিং অভিযান যেকোনো সময় যেকোনো স্টেশনে চলতে পারে। এবার রেলের পক্ষ (Eastern Railway) থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল বিনা টিকিটে রেল যাত্রা আটকাতে।
কিন্তু এই পাঁচ বা দশ টাকার টিকিট কাটতে অনেক যাত্রীর অনিহা লক্ষ্য করা যায়। এর ফলে বিপুল পরিমান লোকসান হয় রেলের। বিনা টিকিটে রেল যাত্রা আটকাতে বৃহস্পতিবার পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে হাওড়া স্টেশনে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ রেলওয়ে ক্যাম্প কোর্টের। রীতিমতো চিরুনি তল্লাশি করা হয় এদিন যাত্রীদের। তারপর বিনা টিকিটের যাত্রীদের ক্যাম্প কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয়।
বিনা টিকিটে রেল সফর বন্ধ করতে পূর্ব রেল বারংবারই জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এমনিতে ভারতীয় রেলের লোকাল ট্রেনে টিকিট ভাড়া অনেকটাই কম। মাত্র পাঁচ টাকা বা দশ টাকার টিকিট কাটলেই অতিক্রম করা যায় অনেকটা দূরত্ব। সড়কপথে বাসে সেই দূরত্ব অতিক্রম করতে ৫০ কিংবা ১০০ টাকা লাগে।
বৃহস্পতিবার ৬১৬ জন টিকিট বিহীন যাত্রীকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ভাড়া বাবদ তাদের থেকে আদায় করা হয় ২,০৯,১০০ টাকা। পূর্ব রেলের ধারণা এই ধরনের ক্যাম্প সংগঠিত হলে আগামী দিনে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এই ধরনের ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে ট্রেনের টিকিট কাটা ও লাগেজ বুকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।