নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা আরও কমলো। মঙ্গলবার দেশে ৮,৬৩৫ জন করোনার শিকার হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। আট মাসে সর্বনিম্ন। গত বছরের ১০ সেপ্টেম্বর দৈনিক আক্রান্ত ছিল ৯৫,৭৩৫। সেখান থেকে মাস পাঁচেকের মধ্যে এক দিনে সংক্রামিত কমে দাঁড়িয়েছে সাড়ে আট হাজারের সামান্য বেশিতে। এ প্রসঙ্গে মন্ত্রকের টুইট — ‘দেশের গড় আক্রান্তের সংখ্যা গত পাঁচ সপ্তাহে ক্রমাগত কমছে।
২০২০-র ৩০ ডিসেম্বর থেকে এ বছর ৫ জানুয়ারি পর্যন্ত যেখানে গড় দৈনিক আক্রান্ত ছিল ১৮,৯৩৪, সে জায়গায় এ বছর ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে তা কমে দাঁড়িয়েছে ১২,৭৭২-এ।’ মঙ্গলবার তো সংখ্যাটা তার চেয়ে চার হাজারেরও বেশি কমেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি অন্য স্বস্তির খবরটি হলো মৃত্যুর হারের অধোগতি।
📍#COVID19 India Tracker
(As on 2 February, 2021, 08:00 AM)➡️Confirmed cases: 1,07,66,245
➡️Recovered: 1,04,48,406 (97.05%)👍
➡️Active cases: 1,63,353 (1.52%)
➡️Deaths: 1,54,486 (1.43%)#IndiaFightsCorona#Unite2FightCorona#StaySafeVia @MoHFW_INDIA pic.twitter.com/jY7ZZu0rjz
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) February 2, 2021
মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৩,৩৫৩। যা এ পর্যন্ত আক্রাম্তের মাত্র ১.৫২ শতাংশ। মোট করোনামুক্তের সংখ্যা ১.০৪ কোটি, সুস্থতার হার ৯৭.০৫ শতাংশ। দৈনিক করোনামুক্তির নিরিখে সবার উপরে কেরালা, তার পরেই আছে মহারাষ্ট্র।
দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরুর পরে ভারতই সবচেয়ে দ্রুত ৩০ লক্ষের সীমা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১,৯১,৩১৩ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের খবর।
ভারতে করোনার প্রথম কেসের খবর মেলে গত বছর ৩০ জানুয়ারি। তার এক বছর পরে মোট আক্রান্তের নিরিখে দেশ এখন গোটা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে।